27.6 C
Chittagong
শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজনেতাকর্মীদের প্রতি আওয়ামী লীগের দুই নির্দেশনা

নেতাকর্মীদের প্রতি আওয়ামী লীগের দুই নির্দেশনা

রাজনীতি ডেস্ক :

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও কেন্দ্রীয় নেতারা আত্মগোপনে চলে গেছেন।

তাদের মধ্যে কয়েকজনকে আটক বা গ্রেপ্তার করা হলেও বাকিদের খোঁজ নেই। এমন পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ২টি নির্দেশনা দিয়েছে দলটি।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান টিম এখন বাংলাদেশে। তারা ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার তথ্য সংগ্রহ করবে এবং গোপনীয়তা রক্ষা করবে।

নির্দেশনায় বলা হয়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ও তাদের পরিবারের প্রতি জরুরি নির্দেশনা; আপনি বা আপনার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার বিবরণ লিখে দুটি কাজ করুন। ১. থানায় অভিযোগ দিন, ২. অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করুন।

এতে আরও বলা হয়, যদি সাধারণ ডায়েরিও করতে না দেয়, তাহলে আমরা জাতিসংঘের তদন্ত টিমের কাছে দলীয়ভাবে অভিযোগ দেবো।