28.4 C
Chittagong
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজআগস্টের বন্যায় ৭৪ মৃত্যু,ক্ষতিগ্রস্ত সাড়ে ৯ লাখ মানুষ

আগস্টের বন্যায় ৭৪ মৃত্যু,ক্ষতিগ্রস্ত সাড়ে ৯ লাখ মানুষ

সারাদেশ ডেস্ক :

সাম্প্রতিক বন্যায় দেশের বিভিন্ন অঞ্চল মিলিয়ে মোট ১৪ হাজার ২৬৯ কোটি টাকা সমমূল্যের ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম সাংবাদিকদের এ তথ্য জানান।

ফারুক-ই-আজম বলেন, ফেনীসহ ১১টি জেলায় বন্যায় মোট ৭৪ জনের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি, রাস্তাঘাট, কৃষি জমি-খামারসহ সব মিলিয়ে ক্ষতি হয়েছে ১৪ হাজার ২৬৯ কোটি ৬৮ লাখ ৩৩ হাজার ৫২২ টাকার।

এছাড়া ৯ লাখ ৪২ হাজার ৮২১ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন ৪৫ লাখ ৫৬ হাজার ১১১ জন।

তিনি জানান, বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ ক্ষয়ক্ষতির নিরূপণ করা হয়েছে। এরই মধ্যে পুনর্বাসন কর্মসূচিও শুরু হয়েছে।

উল্লেখ্য, ভারতের ত্রিপুরায় ব্যাপক বর্ষণের পর গত ২২ আগস্ট ওই রাজ্যের ধলাই জেলার ডুম্বুর বাঁধের একটি ‘স্ল্যাপ গেট’খুলে দেওয়া হয়। এর জেরে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলাগুলো প্লাবিত হয়।

এরপর বৃষ্টি কমা-বাড়ার সঙ্গে বেশ কয়েকবার বন্যার পানিও কমেছে-বেড়েছে। প্রায় এক মাস হয়ে গেলেও ফেনী, নোয়াখালী, কক্সবাজার, চট্টগ্রামের অনেক নিম্নাঞ্চলে জলাবদ্ধতা রয়ে গেছে।

জেএন/পিআর