28.4 C
Chittagong
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামশাহ আমানত বিমানবন্দরে বিপুল বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

শাহ আমানত বিমানবন্দরে বিপুল বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ এক বিমান যাত্রীকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে গোপন তথ্যমতে এনএসআই ও শুল্ক গোয়েন্দার যৌথ অভিযানে দুবাই ফেরত এ যাত্রীকে আটক করা হয়।

আটক যাত্রীর নাম মো. জাকির হোসেন। তিনি লক্ষীপুর জেলার রামগঞ্জ থানাধীন রামগঞ্জ এলাকার বাসিন্দা। থাকেন ঢাকা বংশাল শিক্কাটুলি এলাকায়। তার পাসপোর্ট নং: A03331725।

তার কাছ থেকে উদ্ধার হওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৬ হাজার ইউএই দিরহাম রয়েছে। একই সাথে নগদ ১৩ লাখ ৮০ হাজার বাংলাদেশি টাকাও উদ্ধার হয়। সব মিলিয়ে বাংলাদেশি মূল্য ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন বিমানবন্দরে গণসংযোগ কমকর্তা।

গোয়েন্দা সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টায় ইউএস বাংলা এয়ারলাইনসের দুবাইগামী আন্তর্জাতিক ফ্লাইট BS-343 যোগে (ঢাকা-চট্টগ্রাম-দুবাই) চট্টগ্রাম বিমানবন্দরে চড়ে আসেন জাকির হোসেন।

তার আগেই বিমান বন্দরের শুল্ক গোয়েন্দাদের কাছে তথ্য আসে এক যাত্রী বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বহন করছেন। এ তথ্যের ভিত্তিতে বিমানে উঠে ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে এনএসআই টিম।

পরে তার কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়।

বিদেশি মুদ্রাসহ যাত্রীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গণসংযোগ কমকর্তা মো. ইব্রাহিম খলিল।

মো. ইব্রাহিম খলিল বলেন, আটক যাত্রীর কাছ থেকে উদ্ধার করা বিদেশি মুদ্রার মধ্যে ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৪ হাজার আরব আমিরাতের দিরহাম। এগুলোর মূল্যমান প্রায় আড়াই কোটি টাকার সমান।

তাকে শুল্ক গোয়েন্দা কর্তৃক মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের মাধ্যমে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানালেন এ কর্মকর্তা।