সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ -৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১১টায় সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসের খান বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলার এম এ মান্নানের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গত ৪ আগস্ট ছাত্র -জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণর ঘটনায় ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় এম এ মান্নান দুই নাম্বার এজাহার ভুক্ত আসামি।
পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, এম এ মান্নানকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি সদর থানায় পুলিশ হেফাজতে আছেন। ঘটনার বিয়য়ে জানতে তাকে আদালতে হাজির করে রিমান্ড চাইবে পুলিশ।