30.4 C
Chittagong
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাচট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী নিহত

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় হাফেজ নাজিম উদ্দিন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ সময় অপর আরোহী গুরুতর আহত হন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার আমিরাবাদ রাজঘাটা এলাকাস্থ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাজিম উদ্দিন উপজেলার আমিরাবাদ সুখছড়ি খামার দিঘীর পাড় বারেক চৌধুরী পাড়ার নুরুল হকের ছেলে। তিনি সৌদি আরব প্রবাসী ও ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক।

স্থানীয়রা জানান, নিহত নাজিম মোটরসাইকেল চালিয়ে লোহাগাড়া থেকে সাতকানিয়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলেই পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন দৌঁড়ে আসে।

দ্রুত গতির কোন গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান বলে মনে করেন তারা। ঘটনাস্থল থেকে একজনকে আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।

দোহাজারি হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) খান মুহাম্মদ ইরফান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।