ঢাকা-১৭ আসনের এমপি এবং ঢাকাইয়া ছবির ‘মিয়া ভাই’ খ্যাত অ’ভিনেতা আকবর হোসেন পাঠান ফারুককে আবারো আইসিইউতে নেয়া হয়েছে। মাঝখানে ক’দিন তাকে কেবিনে রাখা হলেও শারীরিক জটিলতার কারণে আবারো আইসিইউতে স্থা’নান্তরিত করা হয়।
ফারুকের স্ত্রী’ ফারহানা পাঠান বলেন, শারীরিক অবস্থা উন্নতি হলে তাকে কেবিনে আনা হয়। তখন আম’রা আশাবাদী ছিলাম তার শারীরিক সুস্থতার ব্যাপারে। কিন্তু হঠাৎ করে আবার শারীরিক অবস্থা এমন হয় যে তাকে দ্রুত আইসিইউতে নেয়া হয়। আপাতত শারীরিক অবস্থার উন্নতি নিয়ে নতুন কোনো তথ্য দেয়ার মতো নেই। চিকিৎসকরা বলছেন ধৈর্য ধরতে। আম’রা তা–ই করছি। দেশবাসীর কাছেও ফারুকের জন্য দোয়া চাইছি।
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চলতি বছরের মা’র্চে সিঙ্গাপুরে যান তিনি। পরীক্ষায় তার র’ক্তে সংক্রমণ ধ’রা পড়ে। এরপর থেকেই শারীরিকভাবে অ’সুস্থতা অনুভব করছিলেন তিনি। সিঙ্গাপুরে নিজের পরিচিত চিকিৎসকের পরাম’র্শে দ্রুত হাসপাতা’লে ভর্তি করা হয় তাকে। হাসপাতা’লে ভর্তির কয়েক দিন পর তার মস্তিষ্কেও সংক্রমণ ধ’রা পড়ে।