28.4 C
Chittagong
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদটপ নিউজস্কুলে ভর্তির নীতিমালা সংশোধনে সভা ডেকেছে মন্ত্রণালয়

স্কুলে ভর্তির নীতিমালা সংশোধনে সভা ডেকেছে মন্ত্রণালয়

শিক্ষা ডেস্ক :

সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলোতে ভর্তির নীতিমালা সংশোধনের জন্য জরুরি সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা সভার নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

বিগত কয়েক বছর ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করে আসছে সরকার। এবার তাতে পরিবর্তন আনা হবে কি না তা নিয়ে চলছে আলোচনা।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, ঢাকা বিভাগীয় কমিশনারের অফিসের প্রতিনিধি, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রতিনিধি, জেলা শিক্ষা অফিসের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

গত কয়েক বছর ধরে ভর্তি পরীক্ষা না নিয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছিলো। এবার তাতে পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।