30.4 C
Chittagong
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআইন আদালতফজলে করিমকে ২ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ

ফজলে করিমকে ২ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে ২ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয় থেকে ফজলে করিমকে কারাগারে নেয়া হয়।

এর আগে গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ফজলে করিম চৌধুরীকে দুই দিনের রিমান্ডে পাঠায় আদালত।

২০১৯ সালে মনিরিয়া যুব তাবলীগ কমিটির কার্যালয় ও হেফাজতখানা ভাঙচুর মামলায় দুই দিনের এ রিমান্ড মঞ্জুর করা হয়।

একই দিন আরও চারটি মামলায় গ্রেফতার দেখানো হয় সাবেক এই সংসদ সদস্যকে। গত ১২ সেপ্টেম্বর ভারতে পালানোর চেষ্টাকালে আখাউড়া সীমান্ত থেকে ফজলে করিমকে আটক করে বিজিবি।