30.4 C
Chittagong
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদখেলাধুলাআইসিসির নিষেধাজ্ঞায় মার্টিনেজ

আইসিসির নিষেধাজ্ঞায় মার্টিনেজ

খেলাধুলা ডেস্ক :

বিতর্ক সৃষ্টির মাধ্যমে সবসময় আলোচনায় থাকেন আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। পেনাল্টি সেভ থেকে শুরু করে ট্রফি নিয়ে অশালীন করে বেশ কয়েকবার বিতর্ক সৃষ্টি করেছেন তিনি।

তবে এবার আর পার পেলেন না। অশালীন আচরণ ও ফেয়ার প্লের নিয়ম ভাঙায় আইসিসি থেকে শাস্তি পেয়েছেন তিনি।

মার্টিনেজকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। যার ফলে বিশ্বকাপ বাছাইয়ে ১০ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে তার খেলা হচ্ছে না।

দুটি ঘটনার জন্য মার্টিনেজকে এই শাস্তি দিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। যার একটি ঘটেছে সেপ্টেম্বরের ৫ তারিখ চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে।

তখন কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি পেয়ে অশালীন ভঙ্গিতে উদযাপন করেছিলেন আর্জেন্টাইন তারকা। একইভাবে উদযাপন করেছিলেন কাতার বিশ্বকাপ জয়ের পরও। কিন্তু চিলির বিপক্ষে কোড অব কন্ডাক্ট ভেঙেছেন তিনি।

আরেকটি হচ্ছে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ২-১ গোলে হারের দিনে ক্যামেরায় ধাক্কা মারার ঘটনা।

ওই ঘটনার পর ওই ক্যামেরা অপারেটর জন জ্যাকসন কলম্বিয়ান মিডিয়াকে বলেছিলেন, তিনি মার্টিনেজের কাছে লাঞ্ছিত হয়েছেন।

ফিফার এই শাস্তি ঘোষণার আগে অবশ্য মার্টিনেজ ও আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন আত্মপক্ষ সমর্থনে যুক্তি দেখিয়েছিল। শেষ পর্যন্ত শাস্তির ঘোষণা আসায় তারা বিষয়টা সহজভাবে নিতে পারেনি।

তাই আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানিয়েছে, এখানে উল্লেখ করা প্রয়োজন যে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার ডিসিপ্লিনারি কমিটির নেওয়া এই সিদ্ধান্তে একমত নয়।