30.4 C
Chittagong
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলারাউজানে পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত,আহত ১

রাউজানে পিকআপের ধাক্কায় কলেজছাত্র নিহত,আহত ১

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের রাউজানে সড়ক দুর্ঘটনায় তৌহিদুল ইসলাম ইফতি (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নোয়াপাড়া কলেজ সংলগ্ন এলাকায় পিকআপের ধাক্কায় হতাহতের ঘটনাটি ঘটে।

নিহত তৌহিদুল উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সামবলীর বাড়ি মৃত আইয়ুব আলীর ছেলে এবং চট্টগ্রামের ন্যাশনাল পলিটেকনিক ইনিষ্টিটিউটের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে নোয়াপাড়ার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে একবন্ধুসহ মদুনাঘাটের দিকে যাচ্ছিলেন নিহত ইফতি।

পথে কাপ্তাই সড়কের নোয়াপাড়া কলেজ এলাকায় গেলে একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা।

মাথায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইফতিকে মৃত ঘোষণা করেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় পুরাতন ব্রাহ্মণহাট হাজী কমির মিয়া জামে মসজিদ মাঠে জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এর আগে সড়ক দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান।