30.3 C
Chittagong
সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআইন আদালতসাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি আবারও ৩ দিনের রিমান্ডে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি আবারও ৩ দিনের রিমান্ডে

আইন-আদালত ডেস্ক :

রাজধানীর আশুলিয়া এলাকায় কারখানার মেকানিক্যাল হেলপার আশরাফুল ইসলাম হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৯ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান ভূইয়া ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুল ইসলামের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন বিকেল ৩টা ১০ মিনিটের দিকে আশুলিয়া বাইপাইল এলাকায় ২ থেকে ৩ হাজার ছাত্র জনতা আন্দোলন করতে থাকে।

এ সময় আসামিদের নির্দেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা হঠাৎ দেশীয় অস্ত্র দিয়ে হামলা ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি বর্ষণ করতে থাকে।

এক পর্যায়ে আশরাফুল ইসলাম পালাতে গিয়েও ওদের আক্রমণের মুখে পড়ে। তাদের আক্রমণের মুখেই আশরাফুল নিহত হন।

এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর ঢাকা ১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলামকে প্রধান আসামি করে ৪১ জনের নামে মামলা দায়ের করেন নিহতের ভাই নাসির উদ্দিন। এ মামলায় জ্যোতি ২ নম্বর এজাহারনামীয় আসামি।