শেষ মুহূর্তে স্বাগতিকদের হয়ে আনহেল কোররেয়ার করা গোলটি হজম করে জয় হাতছাড়া হয়ে গেল রিয়াল মাদ্রিদের। সে সাথে হারাল পয়েন্ট।
স্প্যানিশ লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে ১-১ গোলে ড্র করেছে তারা। অ্যাথলেটিকোর ওয়ান্দা মেত্রোপলিতানো স্টেডিয়ামে জয়ের জন্য শুরু থেকেই মরিয়া হয়ে আক্রমণ চালায় রিয়াল মাদ্রিদ।
তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। ম্যাচের ৬৪ মিনিটে এদের মিলিতাওয়ের গোলে এগিয়ে যায় শিরোপা প্রত্যাশী রিয়াল মাদ্রিদ।
এই লিড ধরে রেখে জয়ের যখন ধারপ্রান্তে ঠিক তখনই যোগকরা সময়ে মিলিতায়ের গোলে ১-১ এ সমতা আনে অ্যাথলেটিকো মাদ্রিদ।
তবে শুরুতে গোল দেননি রেফারি। তবে ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান তিনি। হ্যান্ডবল হয়নি, অফসাইডেও ছিলেন না কোররেয়া।
ফলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়ে কার্লো আনচেলত্তির শিষ্যদের।
স্প্যানিশ লা লিগায় এই ম্যাচের পর ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। ৪টি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে তিনে অ্যাথলেতিকো। আর ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।