চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে মাঝির ঘাট এলাকায় মাছ ধরতে জালাল আহমেদ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শঙ্খ নদীর পাড় ভেঙে মাটিচাপা পড়লে তিনি নিহত হন। জালাল উদ্দিন এবই উপজেলার জুঁইদন্ডী গ্রামের মাওলানা আব্দুল কাদেরের বাড়ীর মৃত হাফেজ আহমেদের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জালালের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। রবিবার সন্ধ্যায় তিনি শঙ্খ নদীতে মাছ ধরতে যায়। হঠাৎ নদীটির পাড় ভেঙে মাটিচাপা পড়ে জালাল। পরে মাটির সাথেই নদীর পানিতে সে তলিয়ে যায়।
ঘটনাস্থলে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী দেখতে পেয়ে প্রথমে জালালের পরিবার এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেন। তবে দমকল কর্মীরা পৌছার আগেই সন্ধ্যা ৭টার দিকে জালালের মরদেহ নদীতে ভেসে উঠে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন আনোয়ারা ফায়ার সার্ভিস সাব অফিসের মংসুইনু মারমা। তিনি জানান, নদীর পাড় ভেঙ্গে এক ব্যক্তি পানিতে তলিয়ে যাওয়ার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুঁটে যায়। তবে তার আগেই নিহতের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।