কানপুর টেস্টে বাংলাদেশের বিপক্ষে অনায়াসেই জিতেছে ভারত। ম্যাচের পঞ্চম দিনে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে অল্প রানে থামিয়ে দিয়ে হেসেখেলে জিতেছে টিম ইন্ডিয়া।
দ্বিতীয় টেস্টে ৭ উইকেটে জিতেছে ভারত। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া।
পঞ্চম দিনের সকালে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৬ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ভারতীয় বোলারদের সামনে এদিন দাঁড়াতেই পারছিলেন না টাইগার ব্যাটাররা।
একের পর এক উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলাম হাঁকিয়েছেন ইনিংসের একমাত্র ফিফটি। ১০১ বলে ৫০ রান করেন সাদমান।
শেষ দিকে একাকী লড়াইয়ে মুশফিকুর রহিম খেলেন ৬৩ বলে ৩৭ রানের ইনিংস। ১৪৬ রান তুলে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় বাংলাদেশ। ভারত প্রথম ইনিংসে লিড নিয়েছিল ৫২ রানের। ফলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৯৫।
জবাব দিতে নেমে সাবলীল ব্যাটিংয়ে এগিয়েছে ভারত। ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়েছেন ভারতীয় ব্যাটাররা। দলের ১৮ রানের মাথায় রোহিত শর্মাকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ৭ বলে ৮ রান করে ফিরে যান রোহিত।
তিনে নামা শুবমান গিল আউট হন ১০ বলে ৬ রান করে, তাকেও ফিরিয়েছেন মিরাজ। তবে যশস্বী জাইসওয়াল এবং বিরাট কোহলির কার্যকরী ব্যাটিংয়ের সুবাদে জয় পেতে অতটা বেগ পেতে হয়নি ভারতকে। শেষ দিকে ফিফটি তুলে দলের জয় প্রায় নিশ্চিত করে আউট হন জাইসওয়াল।
৪৫ বলে ৫১ রান করেন তিনি। রিশভ পান্টকে সাথে নিয়ে বাকি কাজটা আরামেই সেরেছেন কোহলি। ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।
কোহলি টিকে ছিলেন ৩৭ বলে ২৯ রানের ইনিংস খেলে। পান্ট ৫ বলে ৪ রান করে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে ২টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১ উইকেট তুলেছেন তাইজুল ইসলাম।
এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজটা ২-০ ব্যবধানে জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল ভারত।