দক্ষিণ ভারতীয় সুপারস্টার রজনীকান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৩০ অক্টোবর) রাতে হৃদরোগ সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার হৃদরোগ সংক্রান্ত সমস্যার কারণে ‘থালাইভা’ অভিনেতা রজনীকান্তকে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এখন তাঁর অবস্থা স্থিতিশীল। পরিবারের পক্ষ থেকে এখনও অবশ্য এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
প্রায় এক দশক আগে সিঙ্গাপুরে কিডনি প্রতিস্থাপন করিয়েছিলেন রজনীকান্ত। চলতি বছর স্বাস্থ্যের অবনতিকে কারণ দেখিয়ে রাজনীতি থেকেও বেরিয়ে এসেছেন তিনি।
এদিকে, আগামী ১০ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে এই অভিনেতার সিনেমা ‘ভেট্টিয়ান’, যা পরিচালনা করেছেন জ্ঞানভেল রাজা। আরও একটি সিনেমাও রয়েছে মুক্তির তালিকায়। সেটি নির্মাতা লোকেশ কানারাজের ‘কুলি’।
চার দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন রজনীকান্ত। তাঁর সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘জেলার’ ব্লকবাস্টার সিনেমা হয় বক্স অফিসে।