উচ্চ আদালতের আদেশ অনুযায়ী অবৈধ স্থাপনা উচ্ছেদ না হওয়ায় নতুন করে দখল হচ্ছে কর্ণফুলী।
৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের দখলদার গা ঢাকা দেওয়ার পর বিএনপির নেতা কমীর্রা কর্ণফুলী নদী দখল করে গড়ে উঠা মাছ বাজার দখলে নেয়।
গতকাল সরেজমিন কর্ণফুলী নদীর চাক্তাই খালের মোহনায় নদী দখল করে অবস্থিত মাছ বাজার গিয়ে দেখা যায়, কর্ণফুলীর তীর দখল করে নতুন করে স্থাপনা তৈরি করা হচ্ছে।
স্থানীয় মাছ ব্যবসায়িরা জানান, ক্ষমতার পালাবদলে নতুন করে মাছ বাজার দখলে নিয়ে মোহাম্মদ আলী ও বিএনপি নেতা নুর হোসেন গং।
নুর হোসেন বাজার দখলে করে নতুন স্থাপনা তৈরি করে মাছ ব্যবসায়ীদের ভাড়া দিয়েছে।
এই বিষয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার চট্টগ্রাম কার্যালয় সমন্বয়ক মনিরা পারভিন রুবা বলেন, কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গত সপ্তাহে বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে আবেদন করা হয়েছে। তারা কোন ব্যবস্থা না নেয়ায় নতুন করে কর্ণফুলী দখল হচ্ছে। যেটা দুঃখজনক।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কর্ণফুলী নদীর ২১৮১ টি অবৈধ স্থাপনা উচ্ছেদে ২০১৯ সালের ফ্রেব্রুয়ারিতে চূড়ান্ত আদেশ দেয় হাইকোর্ট।
পরবতীর্তে ৫ থেকে ৯ ফেব্রুয়ারি চার দিন অবৈধ স্থাপনা উচ্ছেদের পর তা বন্ধ হয়ে যায়।
সম্প্রতি হাইকোর্ট থেকে নতুন করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে কর্ণফুলী উচ্ছেদে কোন প্রতিবন্ধকতা নাই মর্মে অবহিত করে পত্র প্রদান করা হয়েছে।