চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তার নাম মো. রবিউর রহমান (৩২)।
রবিবার (৬ অক্টোবর) সকালে সাগরিকা স্টেডিয়ামসংলগ্ন সেবাখোলা আশ্রমের সামনে থেকে এসব গাঁজাসহ তাকে আটক করা হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি লেগুনা পিকআপও জব্দ করে পুলিশ।
তথ্য নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল আজাদ জানান, তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।