Homeবিনোদোনতরুণীর ভয়ংকর অভিযোগের পর এবার মুখ খুললেন অভিনেতা ফারহান

তরুণীর ভয়ংকর অভিযোগের পর এবার মুখ খুললেন অভিনেতা ফারহান

ছোট পর্দার অ’ভিনেতা মুশফিক রহমান ফারহানের নামে রাজধানীর শেরেবাংলা নগর থা’নায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এক তরুণীকে অ’ত্যাচারের অ’ভিযোগ উঠেছে তার বি’রুদ্ধে। তরুণীর দাবি, তার সঙ্গে ৫ বছরের প্রে’ম ছিল এই অ’ভিনেতার।

এই বিষয়ে ফারহান বলেন, ‌‌‘এখন এই বিষয়ে তেমন কিছু বলতে চাই না। আগামীকাল (২৯ মে) এই প্রসঙ্গে জানাব। তবে এটুকু বলতে পারি, আমাকে ফাঁ’সানো হয়েছে।’

অন্যদিকে তরুণীর অ’ভিযোগ, স’ম্পর্কে থাকাকালীন তাকে বিভিন্নভাবে অ’ত্যাচার করতেন এই অ’ভিনেতা। এমনকি হু’মকিও দিয়েছেন অনেকবার। এমনটা চলতে থাকলে এক সময় ফারহানের কাছ থেকে আলাদা হয়ে যান তিনি। এ অবস্থায় বৃহস্পতিবার (২৭ মে) তার পুরো পরিবারকে ধ্বংস করার হু’মকি দেন ফারহান- এমন অ’ভিযোগে তিনি জিডি করেন।

আরো পড়ুনঃ   নিপুন যা করছেন তার সবই গায়ের জোরে: জায়েদ খান
আরো পড়ুনঃ   বন্ধ থাকবে গার্মেন্টস, ২৩ জুলাই থেকে ২৩ শর্তে সর্বাত্মক লকডাউন

এদিকে ফারহানকে ওই তরুণী বিভিন্নভাবে হে’নস্তা করছেন বলে অ’ভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে তরুণী বলেন, ‘আমি নাকি ফারহানের কাছ থেকে টাকা নিয়েছি। এমনটা সবাইকে বলে বেড়াচ্ছে। সে আমা’র নামে মিথ্যা রটিয়ে নিজেকে রক্ষা করতে চাইছে।’

উল্লেখ্য, রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু ফারহানের। তার কণ্ঠ আর উপস্থাপনায় মুগ্ধ করেন শ্রোতাদের। এর পাশাপাশি শুরু করেন অ’ভিনয়। বর্তমানে সেখানেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি। এবার ঈদেও তার একাধিক নাট’ক প্রচারিত হয়েছে।

ভারতীয় ট্রাকচালকদের স্বাস্থ্যবিধি মানতে অনীহায় ঝুঁকিতে বেনাপোল

বাংলাদেশে প্রবেশে স্বাস্থ্যবিধি মানছে না ভারতের পণ্যবাহী ট্রাকচালকরা। মাস্ক ছাড়াই থাকছেন, ঘোরাফেরা করছেন। এতে মারাত্মক করোনা ঝুঁকিতে রয়েছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যদিও...

সর্বশেষ সংবাদ