24.6 C
Chittagong
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদবিনোদনভেজিটেরিয়ান লিখে হান কাংয়ের সাহিত্যে নোবেল জয়

ভেজিটেরিয়ান লিখে হান কাংয়ের সাহিত্যে নোবেল জয়

পূর্ববার্তা প্রতিবেদন

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইডিশ একাডেমি তার নাম ঘোষণা করে।

নোবেল পুরস্কার কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষের জীবনের দুঃখ-কষ্টের কাব্যিক রূপায়নের স্বীকৃতি হিসেবে হান ক্যাংকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

হান ক্যাংয়ের জন্ম ১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার শহর গোয়াংজুতে। তার বাবা হান সিউংয় য়ুনও একজন লেখক।

লেখালেখির পাশাপাশি হান ক্যাং শিল্প ও সঙ্গীতের সঙ্গেও যুক্ত ছিলেন।

২০১৫ সালে ‘দ্য ভেজিটেরিয়ান’ উপন্যাসের জন্য আলোচনায় আসেন তিনি। ২০১৬ সালে এ বইটির জন্য ম্যান বুকার পুরস্কারে ভূষিত হন।

৫৩ বছর বয়সী হান কাংয়ের লেখক হিসেবে আত্মপ্রকাশ ঘটে একটি দক্ষিণ কোরীয় সাময়িকীতে এক গুচ্ছ কবিতা প্রকাশের মধ্য দিয়ে। ১৯৯৫ সালে ছোট গল্পের সংকলন প্রকাশ করেন তিনি। পরবর্তীতে দীর্ঘ গদ্য লেখা শুরু করেন। বিবিসি