20.5 C
Chittagong
শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের এক স্কুলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন ওই স্কুলের শিক্ষক ও একজন শিক্ষার্থী রয়েছেন। নিহত অপরজন সন্দেহভাজন বন্দুক হামলাকারী বলে ধারণা করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (১৬ ডিসেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থা সংকটাপন্ন। নিহত বন্দুকধারী একজন নারী এবং তিনি ওই স্কুলের শিক্ষার্থী ছিলেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দাবি করছে।

ম্যাডিসন পুলিশপ্রধান শোন বার্নস বলেন, হামলার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের রাস্তা বন্ধ করে দেয়। নিহত সন্দেহভাজন বন্দুকধারী একজন কিশোরী। পুলিশ তাকে মৃত অবস্থায় পেয়েছে।

ম্যাডিসন পুলিশ বিভাগ জানিয়েছে, অ্যাবন্ড্যান্ট লাইফ ক্রিশ্চিয়ান স্কুলে বন্দুকধারী গুলি চালিয়েছে। এটি একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০০।