চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য রিয়াজ উদ্দিন সিকদার (৩০)সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ভোরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিয়াজ সাতকানিয়া উপজেলার মনেয়াবাদ পুরানগড় গ্রামের মোস্তফার বাপের বাড়ির বাসিন্দা নুরুল ইসলাম সিকদারের ছেলে।
তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা রয়েছে জানালেন চান্দগাঁও থানার ওসি মো. আফতাব উদ্দিন।
তিনি বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৫ টায় নগরীর বহদ্দারহাট এলাকা থেকে মো. শওকত আলী বাপ্পী (৩২) নামে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাপ্পী বোয়ালখালী উপজেলার কদুরখীল এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।