20.5 C
Chittagong
শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারাদেশখাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী নিহত

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহী নিহত

সারাদেশ ডেস্ক :

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মো. আরিফ হোসেন (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় মোটরসাইকেল চালক মো. শাহিন (১৮) আহত হন। নিহত ও আহতের বাড়ি পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর গ্রামে।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড়ডলু স্কুল সংলগ্ন খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মানিকছড়ি থেকে ফটিকছড়িগামী একটি মোটরসাইকেল উপজেলার বড়ডলু স্কুল সংলগ্ন সড়কে নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলে থাকা আরোহী মো. আরিফ হোসেন ছিটকে সড়কের ওপর পড়ে যান।

এ সময় বিপরীত দিক থেকে আসা মানিকছড়িগামী একটি অজ্ঞাত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আর মোটরসাইকেল চালক মো. শাহিন আহত হন।

ঘটনা সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ কাছে হস্তান্তর করা হবে।

সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তবে অজ্ঞাত ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। আটকের চেষ্টা চলছে।