15.9 C
Chittagong
শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামকাট্টলীতে মধ্যরাতে আগুন, পুড়ল ফার্নিচারের দোকান

কাট্টলীতে মধ্যরাতে আগুন, পুড়ল ফার্নিচারের দোকান

চট্টগ্রামের নগরীর উত্তর কাট্টলীর সিডিএ আবাসিক এলাকার ১নং রোডের পদ্ম পুকুরপাড় এলাকার একটি ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (চট্টগ্রাম) মো. আবদুর রাজ্জাক জানান, রাত ২টা ১০ মিনিটের সময় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় সোয়া এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। এ ছাড়া কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা-ও এখনও নিশ্চিত করে বলতে পারেনি এ কর্মকর্তা।