29 C
Chittagong
শনিবার, ১৫ মার্চ ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামভাসানচরে বিস্ফোরণ: চমেকে নিহতের সংখ্যা বেড়ে ৪

ভাসানচরে বিস্ফোরণ: চমেকে নিহতের সংখ্যা বেড়ে ৪

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার জনে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মো. সোহেল (৫) ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের আজিজুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।

তিনি বলেন, পিআইসিইউতে চিকিৎসাধীন দগ্ধ সোহেল নামের আরও এক শিশু মারা গেছে। শ্বাসনালীর ৫২ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে চার বছর বয়সী মোবাশ্বেরা মারা যাওয়ার পর সন্ধ্যায় মারা গেছে রবি আলম নামের পাঁচ বছরের আরও একটি শিশু।

জানা যায়, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ নয় জনের মধ্যে সাত জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে রাসেল (৪) নামে এক শিশুকে গত শনিবার সন্ধ্যার দিকে মৃত ঘোষণা করা হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে মোবাশ্বেরা ও সন্ধ্যার দিকে রবি আলম নামে আরও এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সোহেল।

বাকি তিন জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে রশমিদার ৫০ শতাংশ, আমেনা খাতুনের ৮ শতাংশ ও জোবায়দার ২৫ শতাংশ দগ্ধ হয়। আ

হতদের মধ্যে আমেনা খাতুন ছাড়া বাকি সবারই শ্বাসনালী দগ্ধ হয়েছে। তাই তাদের অবস্থা আশঙ্কাজনক।

গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে হাতিয়া উপজেলার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচ শিশুসহ নয় জন দগ্ধ হন।

আহতদের প্রথমে নোয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাত জনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে।