25.2 C
Chittagong
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামপতেঙ্গায় বাবার সাথে অভিমান করে ছেলের আত্মহত্যা

পতেঙ্গায় বাবার সাথে অভিমান করে ছেলের আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন না‌জির পাড়া এলাকায় বাবার বকাঝকা খেয়ে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে ছেলে।

বুধবার (১২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে। মৃত ছেলেটির নাম রিয়াদ (১৭)। সে পতেঙ্গা থানাধীন নাজিরপাড়ার বদি মাস্টার বাড়ির ওসমানের ছেলে।

স্থানীয়রা জানায়, বিভিন্ন বিষয় নিয়ে রিয়াদের বাবা বকাঝকা করায় ঘরের সামনে ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করে।

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চি‌কিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পতেঙ্গা থানার ও‌সি শ‌ফিক জানান, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন দেখে প্রা‌থমিকভাবে আত্মহত্যা বলে ধরণা করা হলেও লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর বিস্তা‌রিত জানা যাবে।