23.3 C
Chittagong
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে : আইএসপিআর

সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে : আইএসপিআর

জাতীয় ডেস্ক :

বিভিন্ন বিদেশী গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াগুলোয় বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এতে বলা হয়, দেশব্যাপী ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে সাধারণ মানুষের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তার জন্য ২০ জুলাই থেকে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

দেশের প্রচলিত আইনের আওতায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্যই তারা অসামরিক প্রশাসনকে সহায়তায় কার্যক্রম পরিচালনা করছে বলেও উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্ন বিদেশী গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াগুলোয় বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছে। এর মূল উদ্দেশ্য দেশে ও বিদেশে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা।

দেশবাসীকে বিভ্রান্তিকর তথ্য ও সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সেনাবাহিনী বলছে, জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যেকোনো প্রয়োজনে তারা সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।