24.7 C
Chittagong
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়দাবি মানার পরও আন্দোলনের যুক্তি কী, প্রশ্ন শেখ হাসিনার

দাবি মানার পরও আন্দোলনের যুক্তি কী, প্রশ্ন শেখ হাসিনার

জাতীয় ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকের তরুণ প্রজন্ম যাদের ২০ বছর বয়স তারা কল্পনাও করতে পারে না কেমন ছিলো আওয়ামী লীগের আগের বাংলাদেশ।

শেখ হাসিনা বলেন, দেশে এখনও পাকিস্তানী প্রেতাত্মারা আছে। তাদের ছত্রছায়ায় একটি ধর্মান্ধ শ্রেণি গড়ে উঠেছে। তারই একটা নিদর্শন দেখা গেল কোটা সংস্কার আন্দোলনে।

তিনি বলেন, দাবি শতভাগ মেনে নেওয়ার পর আন্দোলন চালিয়ে যাওয়ার কি যুক্তি আছে?

বৃহস্পতিবার (১ আগস্ট) কৃষক লীগের কর্মসূচিতে অংশ নিয়ে এসব বলেন শেখ হাসিনা। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তারা যা চেয়েছিলো তার চেয়ে বেশি পেলো। কিন্তু এর পেছনে কে?

শেখ হাসিনা অভিযোগ করেন, আন্দোলনের সময়ে সারাদেশ থেকে ঢাকা এলো ওরা কারা। একদিকে জঙ্গি ঢুকে হত্যাকাণ্ড চালালো, অন্যদিকে মানুষের সেবা দেয়া প্রতিষ্ঠানগুলোতে আঘাত হেনেছে। এসময় বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাসের বিষয়গুলো তুলে ধরেন তিনি।