11.6 C
Chittagong
রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাফটিকছড়িতে বাইক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

ফটিকছড়িতে বাইক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ির পাইন্দং তাজুর ঘাটা এলাকায় মোটরসাইকেলের পেছনে অপর এক বাইকের ধাক্কায় গুরুতর আহত যুবকটি আর বেঁচে নেই।

আজ রবিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত যুবকের নাম আব্বাস উদ্দিন চৌধুরী (২৫)। তিনি পাইন্দং ইউনিয়নের বেলাল চৌধুরী ছেলে।

এর আগে গত শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনার শিকার হন। এতে আব্বাস মাথায় এবং হাতে গুরুতর আঘাত পায়।

এরপর সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে প্রথমে সাধারণ চিকিৎসা, অবস্থা গুরুতর হওয়ায় নগরীর পার্কভিউ হাসপাতালে আইসিইউতে সর্বশেষ লাইফ সাপোর্টে ছিল। আজ সকালে সাড়ে ৯টার দিকে সে মৃত্যুবরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় জনপ্রতিনিধি সরওয়ার হোসেন স্বপন।