15.1 C
Chittagong
রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রাম বিমানবন্দরে ৭০ লাখ টাকার স্বর্ণ নিয়ে ধরা ২ বিমান যাত্রী

চট্টগ্রাম বিমানবন্দরে ৭০ লাখ টাকার স্বর্ণ নিয়ে ধরা ২ বিমান যাত্রী

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবৈধভাবে আনা প্রায় ৭০ লাখ টাকার স্বর্ণসহ দুই বিমান যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) পৌনে ৯টার দিকে BG148 ফ্লাইটে দুবাই থেকে বিমানবন্দরে এস ধরা পড়ে এ দুই যাত্রী।

গ্রেপ্তারকৃতরা হলেন, চট্টগ্রাম রাউজান এলাকার মোহাম্মদ রায়হান এবং ঢাকা মিরপুর এলাকার অনামিকা জুথী।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি জানান, তাদের কাছে আগে থেকেই গোপন তথ্য ছিলো, দুবাই থেকে স্বর্ণের চালান আসছে। এমন খবরে বিমানবন্দরে কর্মরত পুলিশের একটি টিম অভিযান শুরু করে।

তারা BG148 ফ্লাইটে দুবাই থেকে আসা দুই যাত্রীকে চ্যালেঞ্জ করে তল্লাশী চালিয়ে ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ মূল্যের ২২ ক্যারেট স্বর্ণালংকার উদ্ধার করে। পরে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা।