24.5 C
Chittagong
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামদেওয়ান হাটে মোটর গ্যারেজ কারখানায় আগুন

দেওয়ান হাটে মোটর গ্যারেজ কারখানায় আগুন

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ান হাট মোড় এলাকার আরমান হোটেল সংলগ্ন একটি মোটর গ্যারেজ কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মধ্যরাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা কফিল উদ্দিন জানান, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই মোটর গ্যারেজ কারখানায় আগুনের সূত্রপাত হয়।

আগুনে গ্যারেজটির মালামাল পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে দমকল কর্মীদের সাহসিকতায় ওই গ্যারেজ থেকে আনুমানিক ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে দাবি এ কর্মকর্তার।