15.2 C
Chittagong
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাহাটহাজারীতে আগুনে পুড়ল চার বসতঘর

হাটহাজারীতে আগুনে পুড়ল চার বসতঘর

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়ন ৪নং ওয়ার্ডস্থ রহমত উল্লাহ মেম্বার বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গভীর রাত একটার দিকে রান্নাঘরের চুলা থেকে লাগা এ আগুনে বীর মুক্তিযোদ্ধাসহ চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন থেকে দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ক্ষতিগ্রস্থরা হলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, মো. জাহাঙ্গীর আলম, মো. আবুল কাশেম ও পিয়ারুল ইসলাম। তাদের দাবি আগুন নিয়ন্ত্রণের আগে বসতঘরের টিভি, ফ্রিজ, মোবাইল, স্বর্ণ ও দামি আসবাবপত্র পুড়ে অন্তত ৫/৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে জানাতে না পারলেও এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি জানালেন হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো.আব্দুল মান্নান।