21.2 C
Chittagong
বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে অচেনা যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে অচেনা যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন টাইগারপাস রেলওয়ে কলোনির একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে আনুমানিক ২৮ বছরবয়সী এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে খুলশী থানা পুলিশ।

মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল জানান, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় জানা যায়নি। লাশটি মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে তিন থেকে চারদিন আগেই এ যুবক মারা গেছে।

মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বললেন এ পুলিশ কর্মকর্তা।