15.1 C
Chittagong
রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদআইন আদালতচট্টগ্রাম আদালতে হামলার ঘটনায় গ্রেপ্তার সাজু ৫ দিনের রিমান্ডে

চট্টগ্রাম আদালতে হামলার ঘটনায় গ্রেপ্তার সাজু ৫ দিনের রিমান্ডে

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার সাজু বৈদ্যকে (৩৯) জিজ্ঞাসাবাদ করতে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টায় চট্টগ্রামের পঞ্চম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইসরাত জাহান জিনিয়ার আদালত রিমান্ড মঞ্জুর করেন।

রিমাণ্ডে নেওয়া আসামি সাজু বৈদ্য নগরের কোতোয়ালী থানার পাথরঘাটা ডাক্তার লেন এলাকার মধুসূদন বৈদ্য’র ছেলে।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, সাজু বৈদ্য ২৬ নভেম্বরের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলার ১০ নম্বর এজাহারনামীয় আসামি।

বৃহস্পতিবার দুপুরে সাজু বৈদ্যকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য : রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে গত ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সাইফুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

এ ছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধাদান এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা, ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। ৬ মামলায় গ্রেপ্তার হন ৪০ জন। তাঁদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে ১০ জন গ্রেপ্তার রয়েছেন।