আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের একাদশ আসর। তার আগে আজ মিরপুরের শের- ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জমজমাট এক উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধন অনুষ্ঠান ঘিরে বিশাল মহাযজ্ঞ চলছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরে অনুষ্ঠিত হবে ‘বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট’।
বর্ণিল এই কনসার্টে গান গাইবেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান এবং তার দল। সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস, অ্যাভোয়েড রাফাসহ অনেকেই।
শুধু তাই নয়, মঞ্চে বাংলাদেশি শিল্পীদের মধ্যে পারফর্ম করতে দেখা যাবে মুজা, জেফার রহমান, সঞ্জয় ও হান্নানকে। ঢাকায় সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হবে জমকালো এই অনুষ্ঠান। শুধু গানই নয়, জুলাই গণঅভ্যুত্থানের ওপরও থাকছে বিশেষ অনুষ্ঠান।
এ ছাড়াও উপদেষ্টা হাসান আরিফের জন্যও জানানো হবে শোক। এই অনুষ্ঠানে গান গাইবেন পাকিস্তানের বিখ্যাত শিল্পী রাহাত ফতেহ আলী খান এবং তার দল।
এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেটেও হবে। ২৫ ডিসেম্বর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে এবং ২৭ ডিসেম্বর সিলেট জেলা স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান।
বিপিএল আয়োজনে বিসিবির সঙ্গে একসঙ্গে কাজ করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সম্মিলিত ব্যবস্থাপনায় ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৫’ এবং ‘তারুণের উৎসব ২০২৫’ আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল আগেই।
গেল ১ ডিসেম্বর তারুণ্যের উৎসব অনুষ্ঠানে বিপিএলের মাস্কট ‘ডানা-৩৬’ উন্মোচন করা হয়েছিল। এর আগে প্রদর্শন করা হয়েছিল জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে নির্মিত প্রমাণ্য চিত্র ‘জুলাই-অনির্বাণ’।