20.5 C
Chittagong
শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে উড়োজাহাজ 'জব্দ': যা বলছে বিমান কর্তৃপক্ষ

স্বর্ণ চোরাচালান

চট্টগ্রামে উড়োজাহাজ ‘জব্দ’: যা বলছে বিমান কর্তৃপক্ষ

চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জব্দ করে বলে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম।

তবে সংবাদটি বিভ্রান্তিকর বলে দাবি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে এই দাবি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ ডিসেম্বর দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা ফ্লাইট বিজি-১৪৮ এর একটি উড়োজাহাজ জব্দ করার সংবাদ প্রচারিত হয়েছে।

কাস্টমস কর্তৃপক্ষ উড়োজাহাজ জব্দের বিষয়ে বিমানকে কোনো পত্র বা ডকুমেন্ট দেয়নি বা এ ধরনের কোনো তথ্য জানায়নি।

এতে আরও জানানো হয়, চট্টগ্রামে ফ্লাইটটি অবতরণের পর একজন নারী যাত্রীকে কাস্টমস গোয়েন্দা ও এনএসআই সদস্যরা সন্দেহভাজন হিসেবে আটক করেন এবং তার কাছ থেকে কালো টেপে মোড়ানো কিছু স্বর্ণবার উদ্ধার করা হয়।

এর পর চট্টগ্রামগামী যাত্রীদের নামানো হয় এবং ঢাকাগামী যাত্রীদের নিয়ে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। উড়োজাহাজটি পরে যথারীতি রিয়াদের উদ্দেশে উড্ডয়ন করে।

এর আগে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজ অবতরণ করে।

উড়োজাহাজটির একটি আসনের নিচ থেকে ২ কেজি ৩২০ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করা হয়। পরে বিকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা উড়োজাহাজটি জব্দ করেন।

কাস্টমস সূত্র বলছে, বিমানটি অবতরণের পর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহযোগিতায় এই উড়োজাহাজের ‘৯জে’ আসনের নিচ থেকে ২ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ওই সোনার বার জব্দ করা হয়। এই অভিযানে অংশ নেন বিমানবন্দরের নিরাপত্তা শাখার কর্মীরাও।

কর্মকর্তারা বলছেন, সোনার বারগুলো উড়োজাহাজের আসনের নিচে বিশেষ কায়দায় প্লাস্টিকের টেপ দিয়ে মোড়ানো ছিল। উড়োজাহাজটির কারও সহযোগিতা ছাড়া কোনো যাত্রীর পক্ষে এভাবে সোনার বার লুকানোর কথা নয়।

এ ঘটনায় ওই আসনের যাত্রী আতিয়া সামিয়াকেও গ্রেপ্তার করা হয়। তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়া থানা এলাকায়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, গ্রেপ্তার আতিয়া সামিয়া সংযুক্ত আরব আমিরাতে ‘ওশেন গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলারি’ নামের একটি দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। দেশেও তিনি অনলাইনে সোনা বিক্রি করেন।

তবে জব্দ করা উড়োজাহাজটি চট্টগ্রামে যাত্রীদের নামিয়ে সকালেই ঢাকার শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়।

এ ব্যাপারে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মিনহাজ উদ্দিন গণমাধ্যমকে বলেন, যাত্রী পরিবহনের স্বার্থে ন্যায় নির্ণয়কারী কর্মকর্তা চাইলে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিম্মায় দিতে পারেন।

গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, জব্দ করা বোয়িং ৭৭৭-ইআর মডেলের উড়োজাহাজটির মূল্য প্রায় এক হাজার কোটি টাকা। কাস্টমস গোয়েন্দারা কাস্টমস আইনের আওতায় উড়োজাহাজটি জব্দ করেছেন বলে জানিয়েছেন।

এই বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।