ব্যাকফুটে থাকা ভারতীয় দলকে দারুণ উদ্যমে জাগিয়ে তুলেছেন সাম্প্রতিক সময়ে বোলিংয়ে তাদের বড় ভরসা জাসপ্রিত বুমরাহ।
ভারতের হয়ে সবচেয়ে দ্রুততম ২০০তম টেস্ট উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার।
বিশ্ব ক্রিকেটে বলের হিসাবে সেটি চতুর্থ দ্রুততম এবং ম্যাচের হিসাবে যৌথভাবে দশম। তবে সর্বনিম্ন ইকোনমিতে ২০০ উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে বুমরাহ রীতিমতো ইতিহাস গড়েছেন।
ভারতীয় এই পেসারই বিশ্বে একমাত্র যিনি ২০ রানের কম (১৯.৫৬) গড় নিয়ে ২০০ উইকেট শিকার করেছেন টেস্টে। বুমরাহ-সিরাজের বোলিং তোপে ৯১ রানেই ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
ফলে মেলবোর্নে বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টও জমে উঠেছে। যদিও প্রথম ইনিংসে পাওয়া ১০৫ রানের লিড মিলিয়ে ২০০ পেরিয়েছে অজিদের পুঁজি।