24.9 C
Chittagong
বুধবার, ১২ মার্চ ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামসীতাকুণ্ডের মাসুদ হত্যা মামলার আসামি লুৎফর গ্রেপ্তার

সীতাকুণ্ডের মাসুদ হত্যা মামলার আসামি লুৎফর গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইট, বালু ও কংক্রিটের ব্যবসায়ীক দ্বন্ধে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি লুৎফর রহমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল সোমবার (১০ মার্চ) দিবাগত রাত পৌণে ২টার সময় নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার লুৎফর রহমান সীতাকুণ্ড উপজেলার ছিন্নমূল এলাকার মৃত মাওলানা আবুল বশরের ছেলে।

র‌্যাব জানায়, সীতাকুণ্ড উপজেলার ৫ নম্বর ছিন্নমুল এলাকার বাসিন্দা মো. মাসুদ দীর্ঘদিন ধরে এলাকায় ইট, বালু ও কংক্রিটের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

সরকার পরিবর্তণের পর থেকে তাকে ব্যবসা না করার জন্য জনৈক কামরুল হাসান ওরফে রিদোয়ানসহ অজ্ঞাতনামা ১৩ থেকে ১৪ জন টানা হুমকি দিয়ে আসছিলেন।

সবশেষ গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় কামরুল হাসান প্রকাশ রিদোয়ান এবং তার অন্যান্য সহযোগীরা অস্ত্র নিয়ে ভিকটিমের ঘরে প্রবেশ করে।

পরে তাকে জোরপূর্বক জঙ্গল ছলিমপুর ছিন্নমূল স্কুল মাঠে নিয়ে যায়। পরে সেখানে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করে এবং পা থেতলে দেয়।

গুরুতর আহত অবস্থায় মাসুদ মাটিতে লুটিয়ে পড়লে মারা গেছে ভেবে ঘটনাস্থল থেকে পলিয়ে যায় আসামিরা।

পরে ভিকটমের পরিবার এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ ফেব্রুয়ারি মারা যায় মাসুদ।

এ ঘটনায় নিহত মাসুদের স্ত্রী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ৭ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতানাম ৫-৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার এড়াতে নগরের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন আসামিরা। সোমবার রাতে আসামি লুৎফুরের অবস্থা নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

এ বিষয়ে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম মোজাফ্ফর হোসেন জানান, সীতাকুণ্ড থানায় দায়েরকৃত মাসুদ হত্যার পলাতক আসামি মো. লুৎফর রহমানকে নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে জানান র‌্যাবের এ কর্মকর্তা।