24.9 C
Chittagong
বুধবার, ১২ মার্চ ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামনন্দনকাননে ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ

নন্দনকাননে ঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মা-ছেলে দগ্ধ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নন্দনকানন ৩ নম্বর গলির হোসেন মঞ্জিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মা-ছেলে দগ্ধ হয়েছেন।

গতকাল সোমবার (১০ মার্চ) রাত ১০টার দিকে ওই ভবনের একটি বাসার রান্না ঘরে দুর্ঘটনাটি ঘটে।

অগ্নিদগ্ধ দুজন হলেন- নাসরিন আক্তার (৩২) ও তার ছেলে আবদুল্লাহ আল তায়িফ (৩)।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানান, রাতে নাসরিন নামে ওই মহিলা গ্যাসের চুলায় রান্না করছিলেন। হঠাৎ করে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে তিনিসহ তাঁর তিন বছর বয়সী ছেলেও দগ্ধ হন।

পরে ভবনের লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। তারা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

খবর পেয়ে থানা পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।