চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারী মো. জিহাদ হোসেন প্রকাশ বাক্কা (২২) ও মাদক কারবারি রবি আলম সাগর (২০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে তারা গ্রেপ্তার হয়।
গ্রেপ্তার বাক্কা বাক্কা আকবরশাহ থানাধীন শাপলা আবাসিক এলাকা মনসুর আহাম্মদের বাড়ির মো. জাকির হোসেনের ছেলে এবং সাগর কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়া ছড়া এলাকার মৃত আনসারের ছেলে।
আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, মো. জিহাদ হোসেন প্রকাশ বাক্কা পেশাদার ছিনতাইকারী। বুধবার রাতে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে বিধি মোতাবেক তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তাছাড়া গোপন সোর্সের খবরে বৃহস্পতিবার ভোরে নগরীর সিটি গেইটে চেকপোস্ট স্থাপন করে যাত্রীবাহী স্টারলাইন বাসে তল্লাশী চালানো হয়।
এসময় সাড়ে ৪ কেজি গাঁজাসহ রবি আলম সাগর (২০) নামে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় টিম আকবরশাহ। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে জানান ওসি।