29.6 C
Chittagong
সোমবার, ১৬ জুন ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদউপজেলাআনোয়ারায় আ.লীগ নেতা নজরুল সহযোগীসহ গ্রেপ্তার,অস্ত্র উদ্ধার

আনোয়ারায় আ.লীগ নেতা নজরুল সহযোগীসহ গ্রেপ্তার,অস্ত্র উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের ইছামতি সড়কস্থ নিজ বাড়ির সামনে থেকে চারটি আগ্নেয়াস্ত্রসহ আওয়ামী লীগ নেতা এইচ এম নজরুল ইসলাম (৬৫)কে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

এসময় মীর হোসেন মিয়া (৪৩) নামে তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, বৃহস্পতিবার সকালে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এইচ এম নজরুল ইসলাম উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়নের ইছামতি সড়ক এলাকার মৃত মুফিজুর রহমান ওরফে নাগু মিয়ার ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন। গ্রেপ্তার হওয়া সহযোগী মীর হোসেন কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

ডিবি সূত্র জানায়, নজরুল ইসলামের বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র মজুদের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরে এক সহযোগীসহ আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, আটকের পর থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ডিবি কার্যালয়ে পাঠানো হয়। আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।