Homeবিনোদোনঅ্যালো’ভেরা গাছ আপনার জীবন পাল্টে দিতে পারে

অ্যালো’ভেরা গাছ আপনার জীবন পাল্টে দিতে পারে

গাছ লা’গানোর দা’বি নিয়ে এই মুহূ’র্তে সরব গোটা দেশ। ক্রমেই বেড়ে চলা জলসংক’ট’কে কে’ন্দ্র করে গাছ আরও বেশি করে লা’গানোর দা’বি উঠছে বিভিন্ন মহল থেকে।

এদিকে শাস্ত্রজ্ঞরাও বলছেন, এক একটি গাছ পাল্টে দিতে পারে অনেকের জীবন। গাছ বাড়িতে রাখা যে কতটা শুভফলদায়ক তা একাধিক উদাহরণ স্পষ্ট করে দেয়।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, একাধিক গাছের একাধিক গুণের জন্য আর্থিকভাগ্য তুঙ্গে থাকতে পারে অনেকেরই।

দেখে নেওয়া যাক, কোন কোন গাছ বাড়িতে থাকলে তা কী’রকম ফল দেয়। অ্যালো’ভেরা যেকোনও বাড়িতে গেলেই দেখ যায়, সেই বাড়ির ছাদে বা রয়েছে অ্যালো’ভেরা গাছ।

আরো পড়ুনঃ   লিভারের চর্বি গলানোর ঘরোয়া চিকিৎসা ! সুস্থ থাকতে চাইলে লিভারের চর্বি গলিয়ে ফেলুন !!

বাস্তুশাস্ত্রবিদরা বলছেন,অ্যালো’ভেরা গাছ যদি বাড়িতে রাখা যায় তাহলে অনেকাংশে উন্নতি হতে পারে বাড়ির মালিকের। এই গাছ স্বা’স্থ্য থেকে অর্থভাগ্য সুখকর প’রিস্থিতি রাখে বলে দা’বি জ্যোতিষশাস্ত্রবিদদের। তবে গাঠটিকে রাখতে হবে পূর্ব দিকে কিংবা উত্তর দিকে।

আরো পড়ুনঃ   তীব্র গরমে অতিষ্ঠ দেশ, ষ্টীলের টুলে আগুন ছাড়াই ডিম পোচ করলেন তিন যুবক(ভিডিও সহ)

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ