চট্টগ্রামে কর্ণফুলী নদীর বিএফডিসি জেটি এলাকায় পানিতে ভেসে আসা অজ্ঞাতনামা এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নদীর কূল থেকে লাশটি উদ্ধার করে সদরঘাট নৌ থানা পুলিশ।
শুক্রবার সকালে সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. একরাম উল্লাহ জানান, কর্ণফুলী থানাধীন বিএফডিসি জেটি এলাকার নদীর কূল থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া যায়নি।
তিনি বলেন, বয়স আনুমানিক ৩৫-৪০ বছর হতে পারে। মুখমণ্ডল সম্পূর্ণ পচন ধরা, জিহবা বের হওয়া অবস্থায় লাশটি পাওয়া গেছে। অজ্ঞাতনামা মরদেহটি লম্বায় অনুমান ৫ ফুট ৪ ইঞ্জি।
ওসি একরাম উল্লাহ ধারনা করছেন, বেশ কয়েকদিন আগে পানিতে ডুবে মৃত্যু হতে পারে। ফলে শরীর পচেগলে বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি জানালেন ওসি।