28.3 C
Chittagong
বুধবার, ৬ নভেম্বর ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদরাজনীতিশরিকদের ছেড়ে দেয়া আসনে নৌকার প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত

শরিকদের ছেড়ে দেয়া আসনে নৌকার প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টির নিজস্ব চাওয়া আছে। তাদের নির্দিষ্ট সংখ্যক আসন ছেড়ে দেয়া হচ্ছে। সেসব আসনে নৌকার প্রার্থী থাকবে না।

এছাড়া ১৪ দলের শরিকদের প্রার্থী রয়েছে সেসব আসন থেকে প্রার্থী প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।

রোববার (১৭ই ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির সঙ্গে সমঝোতা হয়েছে। কোনো অশোভন পরিস্থিতি তৈরি হয়নি। প্রার্থিতার বিষয়ে আজ বিকেলে ফাইনাল হবে।

তিনি বলেন, বিএনপিসহ কয়েকটি দল নির্বাচনকে ‘ভাগাভাগি’ বলছে। যে নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল এবং প্রায় ২২শ প্রার্থী আছে, সে নির্বাচন কীভাবে ভাগাভাগির নির্বাচন হয়?

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও মির্জা আজমসহ আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।