26.9 C
Chittagong
শনিবার, ১৫ জুন ২০২৪
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদচট্টগ্রামচান্দগাঁওয়ে চোলাই মদ নিয়ে ৩ চাকমা যুবক ধরা

চান্দগাঁওয়ে চোলাই মদ নিয়ে ৩ চাকমা যুবক ধরা

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ তিন চাকমা যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে চান্দগাঁও থানাধীন বরিশাল বাজার ময়দার মিল এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে ২০১৭ লিটার মদসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খাগড়াছড়ি জেলার দিঘীনালা থানাধীন হেডম্যান পাড়ার কবাখালী এলাকার মনিকা বাপের বাড়ীর কালেন জয় চাকমার ছেলে সিংকল চাকমা (২৮), রাঙ্গামাটি জেলার জুরাছড়ি থানাধীন মগাছড়ি এলাকার মোনপাড়ার মতি লালদের বাড়ির মতিলাল তঞ্চঙ্গ্যাঁর ছেলে লক্ষীধন তঞ্চঙ্গ্যাঁ (২৪) ও খাগছড়ি জেলার দীঘিনালা থানাধীন দক্ষিণ নুনছড়ি সুরসেন মেম্বার পাড়ার যুধিষ্ঠির বাড়ির মৃত যুধিষ্ঠির চাকমার ছেলে উজ্জল মনি চাকমা (৩৮)।কে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে চান্দগাঁও থানা ওসি জাহেদুল কবির তথ্য নিশ্চিত করে বলেন, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে জানায় ওসি।