25.9 C
Chittagong
বুধবার, ৯ জুলাই ২০২৫
spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদজাতীয়যারা অগ্নিসন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই: শেখ হাসিনা

যারা অগ্নিসন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই: শেখ হাসিনা

জাতীয় ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আমার বার্তা। যে স্বপ্নটা আমার বাবা দেখিয়েছেন। আমি সেটাই করতে চাই।

আর নির্বাচনী প্রচারকাজ শুরু করার জন্য এখানে এসেছি। আমার একটাই কথা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের কল্যাণ হয়।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সিলেটের হজরত শাহজালাল (রা.) এর মাজার জিয়ারতের পর উপস্থিত সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, মানুষ পুড়িয়ে মারা কোন ধরনের আন্দোলন। নির্বাচনে না এলেও মানুষ পোড়ানোর অধিকার কারও নেই। নির্বাচনে না এসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা সন্ত্রাসী ও জঙ্গিবাদী কাজ। সেটিই করছে বিএনপি-জামায়াত।

মানুষ মেরে ভীতি সৃষ্টি করে নির্বাচন বন্ধ করা যাবে না জানিয়ে তিনি বলেন, যারা অগ্নিসন্ত্রাস করছে তাদের ক্ষমা নেই, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, ভোট জনগণের সাংবিধানিক অধিকার। যারা জনগণকে ভোট দিতে বাধা দেবে, মানুষ তাদের উৎখাত করবে। মানুষ ভোটের পক্ষে, তারা হরতাল চায় না। বিএনপির হরতালে মানুষ সাড়াও দিচ্ছে না।

আসন্ন নির্বাচনে আবারও জয়ের আশা জানিয়ে শেখ হাসিনা বলেন, ৭ জানুয়ারির ভোটে জয়ী হয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে জনগণের সব চাওয়া পূরণ হবে, কেউ গৃহহীন থাকবে না, কারো দুঃখ থাকবে না।