চট্টগ্রামের পতেঙ্গায় প্রাইভেটকারের ধাক্কায় সালাউদ্দিন (৩০) নামে এক পথচারী যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় নগরীর রিং রোডের চরপাড়া সংলগ্ন ঘাট এলাকায় রাস্তা পার হতে গেলে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সালাউদ্দিন চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা সাহাবউদ্দিন-আয়েশা বেগম দম্পতির ছেলে। সে নগরীর পতেঙ্গা এলাকায় একটি লাইটার জাহাজে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা করে পতেঙ্গা থানা পুলিশ। ঘাতক প্রাইভেটকার (চট্টমেট্রো –গ ১২-৪০৬৩)টি শনাক্ত করা হয়।
পতেঙ্গা থানার ওসি মো. কবিরুল ইসলাম জানান, ঘটনার পরপর চালক প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে গেলেও গাড়ীটি শনাক্ত করে মামলা দায়ের করা হয়েছে। এতে আসামি করা হয় প্রাইভেটকার চালককে।
ওসি বলেন, গাড়ী ও চালককে আটকের চেস্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।