দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নরওয়ে ও জাপানের পর্যবেক্ষক দল।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এমন প্রতিক্রিয়া জানিয়েছে দেশগুলোর নির্বাচন পর্যবেক্ষক দল।
লিখিত বক্তব্যে এলেক্সজেনজার বরটেন গ্রে বলেন, ‘আমাদের পর্যবেক্ষণে দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। নির্বাচনের বিষয়ে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, ‘কয়েকটি জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষ হলেও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। আমাদের কাছে কেউ কারচুপির অভিযোগ করেনি।