Homeভাইরালকামারখন্দে সরকারি ৩৩০ কেজি চাল উদ্ধার

কামারখন্দে সরকারি ৩৩০ কেজি চাল উদ্ধার

সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির সাতটি বস্তায় ৩৩০ কেজি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার বড়ধুল চন্ডিপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা সুলতানা জানান, বড়ধুল চন্ডিপুর গ্রামের নজরুল ইসলামের বাড়িতে সরকারি চাল কিনে মজুদ করে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে একটি ঘর থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির সাতটি বস্তায় ৩৩০ কেজি চাল উদ্ধার করা হয়। 

এ সময় বাড়ির মালিক নজরুল ইসলামকে বাড়িতে পাওয়া যায়নি।

আরো পড়ুনঃ   ভারতে করোনা শনাক্তের নতুন বিশ্ব রেকর্ড, মৃত্যু সাড়ে তিন হাজার

DMCA.com Protection Status

নষ্ট খেজুর বিক্রি করায় ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : পবিত্র রমজান মাসে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা খেজুর বিক্রির অপরাধে ৫ জনকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন...

সর্বশেষ সংবাদ