চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে দালাল চক্রের আরও দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
রবিবার (২১ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাড়ালা এলাকার বাসিন্দা মৃত হাছি মিয়ার ছেলে রফিক (৩৫) ও নগরীর নিউমার্কেট এলাকার মৃত আবুল হোসেনের ছেলে ভাসমান মো. মনসুর (৩৫)।
আটকের এ তথ্য নিশ্চিত করে দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে বললেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক।