টেলিভিশন নাটকের একজন নিয়মিত এবং জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন তাসনিয়া ফারিণ। ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করে লাভ করেছেন তুমুল জনপ্রিয়তা।
তবে সচরাচর যেসব চরিত্রে তিনি অভিনয় করেন তার থেকে কিছুটা ভিন্ন আঙ্গিকে দর্শকদের সামনে উপস্থিত হয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ইমরাউল রাফাত পরিচালিত ‘আনারকলি’ নাটকের ‘লোকাল বয়’ আইটেম গানে রীতিমতো সেজেগুজে কোমর দুলিয়ে নেচেছেন ফারিণ।
ভিন্নধর্মী গানে এমন রূপে ফারিণকে হয়তো আগে দেখেনি তার ভক্তরা। ‘লোকাল বয়’ গানটি গেয়েছেন তৌসিবা। সালাউদ্দিন নাগরের লেখা এই গানটির সংগীতায়োজনে ছিলেন প্রীতম।
নাটকটির পরিচালক ইমরাউল রাফাত জানান, মূলত গল্পের প্রয়োজনে গানটিকে নাটকে স্থান দেওয়া হয়েছে। এই আইটেম গানটি নাটকের গল্প এবং চরিত্রের সাথে যুক্ত। যদিও ফারিণকে এই আইটেম গানে দেখে অনেক ভক্তের হৃদয় ভেঙ্গেছে।
ইউটিউবে গানটির কমেন্ট সেকশনে এক ভক্ত লিখেছেন, ফারিণকে আমার খুবই মিষ্টি মেয়ে মনে হতো। এরকম গানে ওকে মানায় না। আরেকজন লিখেছেন, ভদ্রতার কারণে ফারিণকে ভালো লাগতো তার। কিন্তু এটা কিরকম নাচ।
মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি ‘আনারকলি’ নাটকটি দর্শকদের মাঝে কেমন সাড়া ফেলে সেটাই এখন দেখার বিষয়।